বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমিতির সদস্যদের মাঝে চিকিৎসা ভাতা, এককালীন অনুদান ও সন্তানদের শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম শিক্ষাবৃত্তি অনুদানের অর্থ ১১ জনের মাঝে ১ লক্ষ ১৮ হাজার, এককালিন অনুদান ২৫ জনের মাঝে ২ লক্ষ টাকা, সাধারণ চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ২৭ জনকে ২ লক্ষ ৭৯ হাজার টাকা এবং একজনকে ব্যয়বহুল চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা চেক বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সম্মান করতে হবে আমাদের। তাদের অভিজ্ঞতা সমাজ পরিবর্তনে যথেষ্ট অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। সেজন্যই অবসর প্রাপ্ত সদস্যদের সুস্থ্য থাকতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ আমজান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মাদ নুর-এ-আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। সার্বিক তত্বাবধানে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত।